Header Ads

"শাহ আরেফিন টিলায় যেকোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ"।

স্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন করার জন্য ২০১৭ সালে বশির এন্ড কোং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেছিল। যার প্রেক্ষিতে শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন করা হচ্ছিল। বিগত দিনে এই রিটের মেয়াদ বৃদ্ধি করে করে শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন করাচ্ছিলেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্টে এই রিটের স্থগিতাদেশ দেওয়ায় শাহ আরফিন টিলা থেকে যেকোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়। এর প্রেক্ষিতে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের নেতৃত্বে পুলিশ ও বিজিবির সহায়তায় দুপুর ২.৩০ থেকে সন্ধ্যা পর্যন্ত শাহ আরফিন টিলায় টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে ৩৫ টি তাঁবু ও অস্থায়ী ঘর ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয় এবং মাইকিং করে জানিয়ে দেওয়া হয়, শাহ আরফিন টিলা থেকে পাথর উত্তোলন করার জন্য বশির এন্ড কোং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী কর্তৃক রিট স্থগিত করায় শাহ আরেফিন টিলা থেকে যেকোন পদ্ধতিতে পাথর উত্তোলন করা নিষিদ্ধ। যদি কেউ শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, "বশির এন্ড কোং এর স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর করা রিট এর বিরুদ্ধে আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় তা বাতিল করিয়েছি। শাহ আরেফিন টিলা থেকে এখন যেকোন পন্থায় পাথর উত্তোলন করা নিষিদ্ধ। যদি কেউ তা অমান্য করে পাথর উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে'। তিনি আরো বলেন, "শাহ আরেফিন টিলা এখন জনমানব শূন্য। ভবিষ্যতে কেউ যাতে এখানে এসে বসতি স্থাপন করতে না পারে সেজন্য তাদের তৈরি করা তাঁবু ও ঘরগুলো ভেঙ্গে পুড়িয়ে দেয়া হয়েছে"।

No comments

Powered by Blogger.