Header Ads

ভাষা নিয়ে লেখা কবিতা- ভালোবাসি বাংলা"।

    ভালোবাসি বাংলা
     
ভাষা নিয়ে যুদ্ধ হলো, বায়ান্নের ঐ দিনে,
বাংলায় আজ কথা বলি, দিনের প্রতিক্ষণে।
ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে, পেলাম বাংলা ভাষা,
তাইতো আজ স্বধীনভাবে, মেটাই সকল আশা।
বাংলা নিয়ে ছন্দ লিখি, বলি আমি কথা,
বাংলা ছাড়া কথা বলতে, পাইযে আমি ব্যথা।
বাংলা দিয়ে শিক্ষক পড়ান, দেশের ইতিহাস,
বাংলা দিয়েই কথা বলে, নিতে পারি শ্বাস।
বাংলা কথায় ফুটে উঠে, মায়ের মুখে হাসি,
তাইতো আমি বাংলাকেই অনেক ভালোবাসি।


লেখকঃ- লবীব আহমেদ

  •      দ্বাদশ শ্রেণি 
  • ইমরান আহমদ কারিগরি কলেজ,
  • কোম্পানীগঞ্জ, সিলেট। 
  • [ ব্লগার, সাহিত্যিক ও সাংবাদিক। ]


No comments

Powered by Blogger.