Header Ads

"পাপ কাজের ফলে দুনিয়াবি যত ক্ষতি হবে"।


পাপ কাজের ফলে দুনিয়াবী যত ক্ষতি হবেঃ-

১. পাপকাজের দরুন এলেম হতে বঞ্চিত থাকতে হয়।
২. কামাই- রোজগারের বরকত উঠিয়া যায়।
৩. আল্লাহর প্রতি মহব্বত থাকে না।
৪. সৎলোকের কাছে যেতে ইচ্ছে হয় না।
৫. কাজ-কর্মে অনেক বাধা বিঘ্ন আসিয়া থাকে।
৬. দিল কালো হইয়া যায়।
৭. হ্রদয়ে বল থাকে না।
৮. নেক কাজ হইতে বঞ্চিত থাকিতে হয়।
৯. হায়াত কাটা যায়।
১০. এক গুনাহের পর অন্য গুনাহ হইতে থাকে।
১১. তাওবা করিবার ইবাদত ক্রমশ কমজোর হইতে থাকে।
১২. পাপের প্রতি যে একটা ঘৃণা ছিলো, কিছু দিন পর তা ঢলে যায়।
১৩. খোদার দুশমনদের উত্তরাধিকারী ও সহকারী হতে হয়।
১৪. আল্লাহর নিকট মান-সম্মান কিছুই থাকে না।
১৫. অন্যান্য জীবজন্তু কষ্ট পাইয়া পাপীর প্রতি লা'নত করে।
১৬. বুদ্ধি-জ্ঞান হ্রাস পাইতে থাকে।
১৭. রাসুল(স.) এর বদদোয়ার তলে পড়তে হয়।
১৮. ফেরেশতাদের নেক দোয়া হইতে বঞ্চিত হতে হয়।
১৯. দেশে শস্য ফসলাদিতে বরকত থাকে না।
২০. লজ্জা-শরম চলিয়া যায়।
২১. তার অন্তর হইতে আল্লাহ-তায়ালার ভক্তি উঠিয়া যায়।
২২. আল্লাহর নেয়ামত হইতে বঞ্চিত হইয়া যায়।
২৩. বালা-মুছিবত নাযেল হয়।
২৪. তাকে প্রশংসার স্থলে নিন্দা করা হয়।
২৫. শয়তান তাহার চির সাথী হইয়া যায়।
২৬. তাহার দিল পেরেশান থাকে।
২৭. মৃত্যুকালে মুখ দুয়া কালিমা বের হয় না।
২৮. আল্লাহর রহমতের আশা না করে অবশেষে তাওবা ছাড়াই তাহার মৃত্যু হয়।


সংগ্রহেঃ-  তালীমুদ্দীন ১ম খন্ড, ৪৭ পৃষ্ঠা।
মূল লেখকঃ- আশরাফ আলী থানভী (রঃ).
প্রচারেঃ- মুফতি আব্দুল্লাহ আল কাফী সাহেব, রাজশাহী।

প্রকাশনায়ঃ-  লবীব আহমেদ।


No comments

Powered by Blogger.