Header Ads

"আজ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন"।

"আজ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চলছে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন"।


লবীব আহমেদঃ- বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের  গণশিক্ষা অধিদপ্তর কর্তৃক দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে আজ ২৩ ফেব্রুয়ারি, রবিবার স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীদের মধ্য ছোট থেকেই নেতৃত্বের বিকাশ ঘটানোর জন্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই ২০১২ সাল থেকে গণশিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন।

আজ সকালে সিলেট জেলার কোম্পানীগঞ্জের গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে স্বচক্ষে নির্বাচনের অবস্থা দেখে আসি। জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তায় রয়েছে স্কুলের ক্ষুধে পুলিশ বাহিনী। আর শিক্ষার্থীরা খুবই আনন্দের সহিত ভোট দিচ্ছে। তাদের মনে উৎসবের মতো আমেজ বিরাজ করছে।


এদিকে প্রার্থীরাও চিন্তিত। জয়ী হতে পারছে তো নাকি না! সবাই একে অপরের কাছে ভোট খুঁজছে আর আশ্বাস দিচ্ছে।

নির্বাচন কমিশনার, প্রিজাইডিং ও পোলিং অফিসারের দায়িত্বে রয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তারা তাদের দায়িত্ব অনুসারে কাজ করে যাচ্ছে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম বলেন, "আমাদের বিদ্যালয় থেকে ১৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ৯টা থেকেই সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ চলছে। ছাত্রছাত্রীরা নিষ্ঠার সাথেই তাদের দায়িত্ব পালন করছে"।

সত্যিই ভালো একটা উদ্যোগ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। এখান থেকেই তৈরি হবে আগামীর বঙ্গবন্ধু।

No comments

Powered by Blogger.