Header Ads

"মোদি বিরোধী স্লোগানে মুখরিত কোম্পানীগঞ্জের রাজপথ"।


ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় দেশটির রাজধানীসহ বিভিন্ন প্রদেশে হিন্দুত্ববাদীদের সহিংসতা, মুসলিম গণহত্যা-নির্যাতন ও মসজিদ-মিনারে অগ্নিসংযোগের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ। শনিবার বাদ যোহর উপজেলা পরিষদ থেকে মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা বাজার পয়েন্টে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে সন্ত্রাসী মোদী নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে মারছে। মসজিদ-মাদ্রাসা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, মিনারে হনুমানের পতাকা লাগিয়েছে। এসব কাজ বিশ্বের ৪০০ কোটি মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। মুজিববর্ষ উদযাপন অনুষ্ঠানে ইসলাম ও মুসলিমবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দিলে এদেশে বদরের যুদ্ধের পূণরাবৃত্তি হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তারা বলেন প্রয়োজনে মোদি দেশে আসলে আবারও রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছি। তবুও মুসলমানদের উপর কোন ধরণের নির্যাতন সহ্য করবো না।

কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মুফতি হাসান আল হেলাল, হাফিক মাসুম আহমদ, হাফিজ ফজল উদ্দিন প্রমুখ। 

বিক্ষোভ মিছিলে মোদি বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত ছিল কোম্পানীগঞ্জের রাজপথ।

No comments

Powered by Blogger.