Header Ads

"কলেজ ছাত্র মুন্না'র খুনীদের গ্রেফতারের দাবীতে সিলেট শহীদ মিনারে মানব বন্ধন সোমবার"

"কলেজ ছাত্র মুন্না'র খুনীদের গ্রেফতারের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানব বন্ধন সোমবার" !! প্রতিবাদে অংশ নিতে আহ্বান
----------------------------------------

গত বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর জিন্দবাজারে ফুটপাত হকারদের উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত গোয়াইনঘাটের সালুটিকর বহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে গোয়াইনঘাট সরকারী কলেজের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র নজরুল ইসলাম মুন্না'র খুনীদের গ্রেফতারের দাবীতে সিলেট মহানগরস্থ গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম , গোয়াইনঘাট সরকারী কলেজ , সিলেট মহানগরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে এক বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সভা ৯ মার্চ সোমবার বিকাল ২:৩০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 এতে সিলেটের সর্ব স্তরের জনসাধারণ কে উপস্থিত হয়ে প্রতিবাদে অংশ নিতে ফোরামের সভাপতি শাবিপ্রবি কর্মকর্তা আব্দুর রশীদ, সহ সভাপতি মাওলানা রফীক আহমেদ মহল্লী, সহ সভাপতি সাংবাদিক এম এ রহিম, সেক্রেটারী ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান , সাংগঠনিক সম্পাদক আহমেদ আল মাসুদ এবং ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান সাংবাদিক মন্জুর আহমেদ, মহাসচিব এডভোকেট মুজাম্মিল আলী,অর্থ সচিব ইব্রাহিম খলিল,  সচিব সাদেকুর রহমান, ফোরামের সমন্বয়ক ও প্রবাসী কমিউনিটি নেতা আমির উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী আশরাফুল ইসলাম, প্রমুখ আহবান জানিয়েছেন। এদিকে, মানব বন্ধনে অংশ নিতে আহবান জানিয়েছেন, ইন্টারন্যাশনাল হিউম্যানিটি ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ঈমন চৌধুরী, সিলেট প্রবাসী কল্যাণ মঞ্চের সেক্রেটারী ইসমাঈল হোসেন করেছ, ফাস্ট জয়েন্ট সেক্রেটারী মুজিবুর রহমান, সালুটিকর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী শামীম আহমেদ,  সিলেট মহানগরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি রিয়াজ উদ্দীন বাবুল সহ পরিষদের নেতৃবৃন্দ, সালুটিকর যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আইয়ুব আলী, সেক্রেটারী প্রভাষক হামিদ রিফাত, সিলেট একে নিউজ বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মতিউর রহমান, সেক্রেটারি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ স্বপন, বহর আলোর দিশারী তরুণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারী জালাল সিদ্দিকী প্রমুখ।

পৃথক পৃথক বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ঘটনার উপযুক্ত বিচার হতে হবে। হকারদের উচ্ছেদ করতে হবে। খুনীদের ফাঁসী নিশ্চিত করতে হবে। এই ঘটনার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা গোটা সিলেট বাসীকে কে এখনই জেগে উঠার দাবী জানাচ্ছে।
খবরঃ একে নিউজ

No comments

Powered by Blogger.