Header Ads

'৩১শে মে থেকে এইচএসসি পরীক্ষা শুরুর সমূহ সম্ভাবনা রয়েছে'

"এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে 31 শে মে"


আজকের সিলেট ডেস্কঃ-     বিশ্বব্যাপী মহামারী নভেল করোনার কারণে গত ১৮ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা- প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একইসাথে স্থগিত রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, যা ১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিলো। 

পরীক্ষা কবে হবে? তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে পরীক্ষার্থীরা। 

এ নিয়ে অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল হক দুলু বলেন, 'এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিলো, তা ও তারা সে রেজাল্ট পাচ্ছে না৷ এইচএসসি পরীক্ষা আরো কবে হবে, সেটায় ও আমরা অনিশ্চিত অবস্থায় আছি'।

শিক্ষাবোর্ড বলেছে, সব প্রস্তুতি নিয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে ৩১শে মে থেকে পরীক্ষা শুরুর চিন্তা-ভাবনা চলছে। 

মুঠোফোনে ইন্ডিপেন্ডেন্ট টিভি জানতে চাইলে আন্তঃ শিক্ষাবোর্ডের সমন্বয়ক অধ্যাপক জিয়াউল হক বলেন, "আমরা চেষ্টা করবো যে ২৫ থেকে ২৬ দিনের মধ্যে লিখিত পরীক্ষা শেষ করার জন্য। এভাবে একটা রুটিন আমরা ওয়ার্ক আউট করার চেষ্টা করবো"।

No comments

Powered by Blogger.